Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম আদালত

মহাজনপুর ইউনিয়ন পরিষদে প্রতি সপ্তাহের রবিবার  সকাল ১০ ঘটিকার সময় গ্রাম আদালত বসে। গ্রাম আদালতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের  সদস্য .সংরক্ষিত মহিলা সদস্যা ও এলাকার গন্য মান্য  ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন।

গ্রাম আদালত আইন দ্বারা গঠিত একটি আদালত। একটি ইউনিয়ন পরিষদের আওতায় সংঘটিত ছোট ছোট দেওয়ানী ও ফৌজদারী বিরোধ নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে যে আদালত গঠন করা হয় তাকে গ্রাম আদালত বলে।

 

গ্রাম আদালতের লক্ষ্য ও উর্দ্দেশ্যঃ

 

  ১.সল্প সময়ে, অল্প খরচে স্থনীয়ভাবে ছোট ছোট বিরোধ দ্রুত নিষ্পত্তি করা।

  ২. দরিদ্র, নারী, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা ও বিচার প্রাপ্তির সুযোগ নিশ্চিত করা।

  ৩.স্থানীয় বিরোধ নিরসন।

  ৪. উচ্চ আদালতের চাপ কমানো।

  ৫. সামাজিক ন্যায্যতা ও সুশাসন সৃষ্টি।   

 

গ্রাম আদালতের গঠনঃ

 

পাঁচ জন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠন করা হয়। তারা হচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আবেদনকারী পক্ষের ২ জন সদস্য(১জন ইউপি সদস্য ও ১জন গণ্যমান্য ব্যক্তি) এবং প্রতিবাদী পক্ষের ২ জন সদস্য(১জন ইউপি সদস্য ও ১জন গণ্যমান্য ব্যক্তি)।

গ্রাম আদালতের এখতিয়ারঃ

 ২০০৬ সালের  ১৯ নং আইনে গ্রাম আদালত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ২০০৬ সালের আইন অনুযায়ী ইউনিয়নের মধ্যে সংঘটিত ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা মূল্যমানের মামলা গ্রাম আদালতে নেয়া যেত। 

২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর গ্রাম আদালত (সংশোধন) আইন,২০১৩ অনুযায়ী ইউনিয়নের মধ্যে সংঘটিত ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা মূল্য মানের  ছোট ছোট দেওয়ানী ও ফৌজদারী মামলা নেয়া যায়।