Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মহাজনপুর ইউনিয়নের ভৌগলিক অবস্থান

মেহেরপুর সদর জেলার আওতাধীন মুজিবনগর উপজেলার অন্তর্গত ৪ (চার)নন্বর ইউনিয়ন মহাজনপুর যাহা মেহেরপুর জেলা হতে ১১(এগারো)কিলোমিটার দক্ষিণে এবং মুজিবনগর উপজেলার ১৬(ষোল) কিলোমিটার উত্তর-পূর্ব কর্ণারে অবস্থিত।অত্র ইউনিয়নের কার্যালয় কোমরপুর গ্রামের পূর্ব পার্শে অবস্থিত।ইউনিয়নটি কোমরপুর,যতারপুর,  গোপালপুর,মহাজনপুর,বাবুপুর এবং পরাণপুর ৬ ছয়টি গ্রাম নিয়ে বা তিনটি বদ্বীপের মত দেখতে।যাহা ভৈরব নদী দ্বারা পরিবেষ্টিত।তবে গোপালপুর গ্রামটি দাদপুর বিল এবং ভৈরব নদী দ্বারা বেষ্টিত যাহাকে একটি বদ্বীপ বলে আক্ষায়িত করা যায়।বাবুপুর এবং পরাণপুর গ্রামদ্বয় ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত হলেও ভৈরব নদী দ্বারা বেষ্টিত হয়ে বদ্বীপের সৃষ্টি করেছে।কোমরপুর,যতারপুর ও মহাজনপুর গ্রাম নিয়ে ভৈরব নদীটি আর একটি বদ্বীপের সৃষ্টি হয়ে তিনটি বদ্বীপের সমন্বয়ে ইউনিয়নটি গঠিত হয়েছে।ইউনিয়নটির উত্তর প্রান্তে পিরোজপুর গ্রাম ও পিরোজপুর ইউনিয়ন যাহা মেহেরপুর সদর উপজেলায় অবস্থিত,পূর্বে কালিয়াবকরী গ্রাম,যাহা চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত নতীপোতা ইউনিয়নে অবস্থিত।দক্ষিণ পার্শে বোয়ালমারী গ্রাম যাহা চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত নতীপোতা ইউনিয়নে অবস্থিত।পশ্চিম পার্শে টেংরামারী গ্রাম যাহা মেহেরপুর সদর উপজেলার অন্তর্গত আমদহ ইউনিয়নে অবস্থিত।ইউনিয়নের পরাণপুর গ্রামের উত্তর-পুশ্চম পার্শে রশিকপুর গ্রাম যাহা মুজিবনগর  উপজেলার অন্তর্গত মোনাখালী ইউনিয়নে অবস্থিত। অত্র অঞ্চলটি নদী দ্বারা বেষ্টিত হলেও উর্বর সমতল ভূমিতে অবস্থিত।এখানকার অধিকাংশ লোক কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে।এখানকার প্রধান ফসল ধান,এবং প্রধান অর্থকরী ফসল পাট এছাড়াও সবজি চাষের অত্যন্ত উপযোগী। এক কথায় অঞ্চলটি কৃষি প্রধান অঞ্চল।